[gtranslate]

পানি শুকিয়ে ভেসে ঊঠলো ১২০ বছরের পুরানো মসজিদ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ৯:৪৯ পূর্বাহ্ণ / ১৪৫
পানি শুকিয়ে ভেসে ঊঠলো ১২০ বছরের পুরানো মসজিদ-

ছবি- সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ধাক্কা লেগেছে বিশ্বজুডে।তার ছুয়া লেগেছে ভারতে বিহার রাজ্যে।আবহাওয়া ঊষ্নায়নে কমে কমে যেতে শুরু করেছে পানি।শুকিয়ে আসতে শুরু করেছে ১৯৭৯ সালে নির্মিত একটি বাঁধে আটকে রাখা পানি।আর এতে দেখা মিলেছে ১২০ বছরের পুরানো ছোট্ট একটি মসজিদের।৩০ বছরের বেশী সময় ধরে পানি নীচে থাকলেও তাতে মসজিদের কোন ক্ষতি হয়নি।খবর এক্সপ্রেস ট্রিবিঁঊন

বিডি টুডে নিঊজ