[gtranslate]

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ এর শারীরিক অবস্হার অবনতি-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ১২:০১ পূর্বাহ্ণ / ১৩১
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ এর শারীরিক অবস্হার অবনতি-

ছবি -সংগৃহীত

পারভেজ মোশারফ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।গত তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার দেশটির সাবেক  এই সামরিক শাসক এর পরিবারের পক্ষ থেক জানানো হয়,তার শারীরিক অবস্হা গুরুত্বর।বিভিন্ন অংগ কাজ করা বন্ধ করে দিয়েছে।একটি কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার স্বাস্হ্য।পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্যে দোআ চেয়েছেন।

পারভেজ মোশারফের ঘনিষ্ট সহযোগী এবং পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌং বলেন,তিনি গুরুত্বর অসুস্হ এবং সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন।

৭৮ বছর বয়সী এই জেনারেল মোশারফ ১৯৯৯ সাল থেকে  ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন  করেন।সাবেক এই প্রসিডেন্ট ২০১৬ সাল থেকে দুবাই এ বসবাস করেন।দুবাই এ যাওয়ার পর তিনি আর পাকিস্তান ফিরেননি।

বিডি টুডে নিঊজ