[gtranslate]

পাকিস্তানের শীর্ষ আলেমরা রাষ্ট্রীয় সফরে আফগানিস্তান যাচ্ছে-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ / ১০০
পাকিস্তানের শীর্ষ আলেমরা রাষ্ট্রীয় সফরে আফগানিস্তান যাচ্ছে-

ছবি- সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে আফগানিস্তান যাচ্ছে পাকিস্তানের শীর্ষ আলেমরদের প্রতিনিধি দল।সোমবার দেশটির প্বভাবশালী গনমাধ্যম জিও টিভি এই প্রতিবেদন প্রকাশ করেন।

ঐ প্রতিবেদন বলা হয়,আমিরাতে ইসলামিয়ার আমন্ত্রণে আফগানিস্তান  সফরে যাচ্ছে পাকিস্তানের শীর্ষ আলেমের একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলে বিশ্ববিখ্যাত স্কলার ও দেশটি সাবেক বিচারপতি মুফতি  তাকি ঊসমানীসহ আরো রয়েছেন ,মাওলানা হানিফ জলান্ধরি,মাওলানা মুহাম্মদ তায়েব পান্জ পীর,মাওলানা আনুয়ারুল হক ও মুফতি গোলামুর রহমান।

সূত্র-জিও টিভি

বিডি টুডে নিঊজ