ছবি- সংগৃহীত
পাকিস্তানী সেই হিট গায়িকা নাচ আর গান করত।নাচ গান ছেড়েছে কয়েক বছর হলো।সাবেক পাকিস্তানী গায়িকা- অভিনেত্রী রাবি পীরজাদা এখন ইসলামী জীবন যাপন করার চেষ্টা করছেন।ইসলামী কা্যলিওগ্রাফি,হামদ নাত এমনকি নিজ হাতে পবিত্র কুরানের একটি পান্ডুলিপি তৈরীর কাজও করছেন তিনি।
সম্প্রতি তার সুমধুর কন্ঠে গাওয়া একটি নাতে রাসূল সাঃ এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।ভিডিও তে থাকে দেখা যাচ্ছে বরফাচ্ছাদিত কোন জায়গায় নাতটিতে কন্ঠ মেলাচ্ছেন তিনি।
নিজের ভেরিফাইড পেইজ বুক পেইজ থেকেও নাতটি শেয়ার করেছেন রাবি পিরজাদা।ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন,“আমি আমার গোটা ক্যারিয়ারে কখনো বরফের মধ্যে শুটিং করেনি কারন ঠান্ডা লাগে।কিন্তু নতুন সফরে নাতে রাসূল সাঃ টি অনেক কষ্ট ও ঠান্ডা সহ্য করে বানানো হলো।মহান আল্লাহ আমার পরিশ্রম সম্পর্কে অবগত।যদি সম্ভব হয় এটি শোনার পর শেয়ার করবেন তাহলে সওয়াব পেতে পারেন।এখন তিনি ইসলামী নানান কাজে ফেসবুকে বেশ সরব তিনি।
বিডি টুডে নিঊজ
একটি অনলাইন ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :