রাশিয়া-ইউক্রেন দ্বন্দ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নয়াদিল্লীর স্বাধীন পররাষ্ট্র নীতির অভিনন্দন জানিয়ে বলেছেন,দেশটির স্বার্থ রক্ষা করেই স্বাধীন নীতি গ্রহন করা হবে।পাকিস্তানের দরগাই শহরে এক সমাবেশে ইমরান খান বলেন,আফগানিস্তানে সন্ত্রাসের বিরোদ্ধে যুদ্ধ আমরা যুক্তরাষ্ট্রের সাথে অংশ নিয়ে আশি হাজার মানুষ এবং একশ বিলিয়ন ডলার হারিয়েছি।মার্কিন নেতৃত্বধীন সন্ত্রাসবাদের বিরোদ্ধে বিশ্বযুদ্ধকে পশ্চিমাদের বাধ্য করা নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখছি।
আমি শপথ নিয়েছি,আল্লাহ ছাড়া আর কারো নিকট মাথা নত করব না।কিয়েভের বিরুদ্ধে মস্কোর সামরিক পদক্ষেপের নিন্দা করে জাতিসংঘের সাংধারন পরিষদের একটি প্রস্রাব থেকে বিরত থাকার পরে চীন,ভারত এবং দক্ষিন আফ্রিকাসহ অন্যান্য ৩৪ টি দেশের সাথে নিরপেক্ষ থাকার পরিবর্তে পাকিস্তান প্রকাশ্যে নিন্দা করায় ও মস্কো থেকে নিজেকে দূরে রাখতে পশ্চিমাদের চাপের মধ্যে পড়েছে।
সূত্র- নয়াদিগন্ত
বিডি টুডে নিঊজ ডেস্ক-
আপনার মতামত লিখুন :