ছবি- সংগৃহীত
ভারতের কলকাতা কলেজে পোশাক বিতর্ক এখন তুংগে।ছেড়া জিন্স পরে কলেজে অসা যাবে না।আদেশ অমান্য হলে হাতেই ধরিয়ে দেয়া হবে টিসি।এমন নোটিশ দেয়া হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজে ।খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
কলেজের দেওয়ালে লাগানো হয়েছে নোটিশ।ছা-ছাত্রী ও কলেজ কর্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছে,কেউ যেন ছেড়া পোষাক বা ছেড়া জিন্স পরে কলেজে না আসে।
এমন পোষাককে রুচিবিদ্ধ আখ্যা দেয়া হয়েছে।যদি ছেড়া জিন্স বা পোষাক পরে আসা হয় তাহলে তাকে টিসি দিয় বের করে দেওয়া হবে।নোটিশটি অধ্যক্ষের সই করা ছিল।
যদিও এই নোটিশ আদৌ কতটা সত্য সেই সম্পর্কে আদৌ এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।কলেজ অধ্যক্ষের সাথ যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল।প্রতিবেদনটি লেখা পর্যন্ত অধ্যক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্যদিকে শুনা যাচ্ছে,কলেজে নোটিশ দেখার পর ছাত্র ছাত্রীদের মাঝ অসন্তোষ দেখা দিয়েছে।
সূত্র- সংবাদ প্রতিদিন
বিডি টুডে নিঊজ ডেস্ক-
।
আপনার মতামত লিখুন :