[gtranslate]

আশুগন্জে পরকীয়ার জেরে মা এর হাতে শিশু খুন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ / ১৮৫
আশুগন্জে পরকীয়ার জেরে মা এর হাতে শিশু খুন-

ঘটনার বিবরনে জানা যায়,ব্রাম্মনবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে নয়।পরকিয়ার জেরে মা লিমা বেগম মিষ্টির সাথে বিষ মিশিয়ে দুই সন্তানকে পরিকল্পিতভাব খুন করেছে।দুই শিশুর বাবা শ্রমিক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা করেছে।মা লিমা বেগমকে আটক করেছে পুলিশ।

মামলায় মা লিমা এবং প্রেমিক সফিউল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা হয়।বৃহস্প্রতিবার এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অপরাধ)মোল্লা মোহাম্মদ শাহীন।

পুলিশ কমিশনার আরো জানান,লিমা কাজ করে আশুগঞ্জের চালকলে আর তার স্বামী কাজ করে ইটভাটায়।লিমা চালকলে কাজ করার সূবাদে সফিউল্লাহর সাথে পরিচয় হয়।তারপর তাদের ঊভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ঊঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।লিমা মৃত্যুর ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্যে নাপা সিরাপের রিএ্যাকশন বলে প্রচার করে।তার কথা পুলিশের সন্দেহ হলে পুলিশ লিমাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে লিমা খুনের কথা স্বীকার করে।

ঔষধ প্রশাসন বিভাগ ও স্বাস্হ্য অধিদপ্তরের তদন্তপুর্বক জানা যায়,এলাকাস্হ জব্দ করা নাপা সিরাপ এ কোন প্রকারের ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। অর্থাৎ পরীক্ষায় নাপা সিরাপের মান সঠিক পাওয়া যায় বলে জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সংগৃহীত-