ছবি- সংগৃহীত
বহু প্রতিকার পর স্বপ্নের পদ্মা সেতুর ঊদ্বোধন ঘোষনা করা হল।পদ্মা সেতুর ঊদ্বোধন ঘোষনা করলেন বংগবন্ধু কন্যা শেখ হাসিনা।
ঊদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী হাসিনা বলেন,পদ্মা সেতু শুধু ইট,সিমেন্ট ও কংক্রীটের অবকাঠামো নয়।এ সেতু আমাদের অহংকার ও আত্নমর্যাদার প্রতীক।এ সেতু বাংলাদেশের জনগনের।এর সংগে জড়িয়ে আছে বাংগালির আবেগ,গর্ব আর সাহস।কেউ আমাদের দাবায়ে রাখতে পারেনি।
শনিবার(২৫ জুন)পদ্মা সেতুর ঊদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।বক্তব্যের শুরুতে তিনি ১৫ ই আগষ্টে নিহতদের প্রতি শ্রদ্ধা আর পদ্মা সেতুর সহিত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিডি টুডে নিঁঊজ
আপনার মতামত লিখুন :