[gtranslate]

নীলাভ-সোনালী মনির বিড়াল তুর্কি গবেষনা কেন্দ্রে –


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ১২, ২০২২, ১১:২১ অপরাহ্ণ / ১৫৯
নীলাভ-সোনালী মনির বিড়াল তুর্কি গবেষনা কেন্দ্রে –

ছবি- সংগৃহীত

ধবধবে সাদা বিড়ালগুলোর তুলতুলে পশম।চোখের মনির একটি নীলাভ অন্যটি সেনালী।তুরুস্কের ভ্যান ক্যাটগুলোর বিশেষত্ব এটাই।বিশেষ ধরনের বিড়ালগুলোর দত্তক দিচ্ছে তুর্কির গবেষনা কেন্দ্র।

তুর্কি ভ্যান ক্যাট রিচার্স সেন্টার আট বছর আগে প্রতিটি ঘরে একটি বিড়াল প্রকল্প চালু করে।বিশেষ এ বিড়ালের প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতে এ প্রকল্প হাতে নেয়া হয়।

এই প্রকল্পের ধারাবাহিকতায় এখন শত শত “ভ্যান ক্যাট “দত্তক দিচ্ছে এ গবেষনা কেন্দ্র।

১৯৯৫ সালে গবেষনা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।বিরল এ জাতটি বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

বিড়ালগুলো বিশেষ ধরনের এক আইডি কার্ড পায়।যার মাধ্যমে কর্তৃপক্ষকে তাদের অবস্হান,স্বাস্হ্য এবং দত্তক নেওয়ার প্রকিয়ার ঊপর নজর রাখতে সাহায্যে করে।এই আইডি গুলো বিড়ালের অবস্হান ট্র্যাক করার জন্য দেওয়া  হয়।

সূত্র- ডেইল সাবাহ

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা