ইসলামী আইনের অধীনে নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।মংগলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ প্রতিশ্রুতি দেয় ক্ষমতাসীন এ দলটি।যদিও প্রায় সাত মাস আগে দলটি দীর্ঘ ২০ বছরেরর মার্কিন আগ্রাসন থেকে দেশটির নিয়্ন্ত্রন পনরুদ্ধারের করার পর থেকেই পশ্চিমারা সেখানে মানবাধিকার অবক্ষয়ের দাবী করেছে।তালেবান মূখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছে,ইসলামী আমিরাত আফগান নারীদের শরীয়া অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরো বলেন,আন্তর্জাতিক নারী দিবস আমাদের আফগান নারীদের জন্যে ন্যায্য অধিকার দাবী করার একটা সুযোগ।ইনশাআল্লাহ আমরা আমাদের আফগান নারীদের অধিকার রক্ষা করবো।
আগষ্টে পশ্চিমা সরকারের সমর্থিত আফগান সরকারের নিকট থেকে ক্ষমতা দখল করার পর থেকে দলটি একটি সংস্কারিত চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।তালেবান নেতারা বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছে যে,তারা নারীর অধিকারকে সম্মান করবে এবং তাদের শিক্ষার পাশাপাশি কাজের সুযোগ দিবেন।
সূত্র- ভয়েস অব আমেরিকা
আপনার মতামত লিখুন :