জেলা প্রশাসক আবদুর রশিদ দৌলতীকে শপথ বাঁক্য পাঠ করাচ্ছে।
পটিয়া সংবাদাতা
শপথ বাক্য পাঠ করছেন পটিয়ার ছনহারাসইউনিয়নের নব নির্বচিত চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী।
আবদুর রশিদ পটিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স)এম কম ডিগ্রী অর্জন করেন।তিনি অনেক সামাজিক সংগঠনের সহিত জড়িত।
তিনি বলেন,চেয়ারম্যান হওয়ার আগেই আমি অনেক সামাজিক কর্মকান্ঠের সহিত জড়িত ছিলাম।এখন এই দায়িত্ব আরো প্রশস্ত হয়েছে।ইনশালআল্লাহ,আগামীতে আমি আমার দায়িত্ব যথাযথভাবেই পালন করবো।তিনি সরকারের সহযোগীতা কামনা করছে।
আপনার মতামত লিখুন :