[gtranslate]

নটরডেম কলেজের ছাত্র সিয়াম,ঢাবি(ব্যবসা প্রশাসন)ছেড়ে ব্যরিষ্টারি পড়েন লন্ডনে-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১৬, ২০২২, ১২:৪২ অপরাহ্ণ / ১৮১
নটরডেম কলেজের ছাত্র সিয়াম,ঢাবি(ব্যবসা প্রশাসন)ছেড়ে ব্যরিষ্টারি পড়েন লন্ডনে-

ছবি- সংগৃহীত

ঢাকা নটরডেম কলেজ থেকে ঊচ্চ মাধ্যমিক শেষ করে বাবা-মা এর ইচ্ছেতেই ভর্তি হন ঢাবি এর ব্যবসা প্রশাসন বিভাগে।পরে সেটা ছেড়ে তিনি তিনি লন্ডনে আইন বিষয়ে পড়াশুনা শেষ করেন।২০১৬ সালে যুক্তরাজ্যে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে “বার এট ল” সম্পন্ন করে দেশে ফিরে আসেন।

পিরোজপুরে জম্ম হলেও বেড়ে ওঠা ঢাকাতে।ছোটকাল থেকে খুব মেধাবী ছিল সিয়াম আহমেদ।তিনি বলেন,সফলতা পেতে পরিশ্রম আর অধ্যবসায় এর কোন বিকল্প নাই।ব্যরিষ্টার হওয়ার জন্যে সিয়াম দিন রাত ১২ ঘন্টা লেখাপড়া করতেন।তার জন্যে ব্যরিষ্টরি সম্পন্ন করাটা ছিল যথেষ্ট স্ট্রাগলিং।নিজের আয়ের টাকা দিয়েই সিয়াম ব্যরিষ্টরি সম্পন্ন করেন।

বিডি টুডে নিঊজ