মাহাবুবুল আলম মুন্না-
পবিত্র কুরানুল করিমের আয়াত,”বল,তোমাদের পিতা ,তোমাদের সন্তান,তোমাদের স্ত্রী,তোমাদের গোত্র,তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছো,আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশংকা তোমরা করেছোএবং সে বাসস্থান ,যা তোমরা পছন্দ করছো,যদি তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ,তার রাসূল(সাঃ)ও তার পথে জিহাদ করার চেয়ে,তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তার নির্দেশ নিয়ে আশা পর্যন্ত।আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়েত দান করেন না।”(সূরা তওবা-৯ঃ২৪)
ইবনে জারীর ইবনে আবদুল্লাহ রাঃ হতে বর্নিত,”তিনি বলেন,”আমি রাসূল সাঃ কে এ কথা বলতে শুনেছি,যে জাতির মধ্যে কোন এক ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয়,আর ঊক্ত জাতির লোকেরা শক্তি থাকা সত্তেও তা হতে বিরত রাখে না,আল্লাহ সে জাতির ঊপর মৃত্যু পূর্বেই এক ভয়াবহ আজাব চাপিয়ে দিবেন।”(আবু দাঊদ-৪/৪৩৩৯)
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক অনলাইন পত্রিকা
(সদ্য সংবাদ ও শিরোনাম দেখতে বটম লাইনে চোখ রাখুন)
আপনার মতামত লিখুন :