ছবি- সংগৃহীত
বছর খানেক আগে ফ্লিম ইন্ডাষ্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন,মুসলিম অভিনেত্রী জাইরা ওয়সিম।অভিনয় করা ইসলামে “ হারাম”।এটি জানার পর এই “জংগল কন্যা”নিজেকে একদম গুটিয়ে নেন।এবার সেই পথে হাঁটলেন আরেক অভিনেত্রী আনাঘা ভোসলে।
হিন্দি টেলিভিশন ইন্ডাষ্টিতে অনুপমা ধারাবাহিকতার হাত ধরেই তিনি খ্যাতি অর্জন করেন।তবে এবার অভিনয় ক্যারিয়ার থেকে ইতি টানতে চান”ঈশ্বরের সেবার জন্যে।”
এবার সোস্যাল মিডিয়ায় আনাঘা একেবারে পাকাপাকি ভাবে নিজেকে সিনেমা ইন্ডাষ্ট্রি থেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষনা দেন।তিনি ধর্মীয় বিশ্বাসের জন্যে সিনেমা ইন্ডাষ্ট্রিজকে চিরতরে বিদায় জানালেন।
আনাঘা তার পোষ্টে জানিয়েছেন,এতদিন আপনারা যে ভালবাসা ও আর্শিবাদ করেছেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ।তবে এবার অভিনয়কে চিরকালের জন্যে বিদায় জানাচ্ছি ।আশা করি সবাই আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা ও সমর্থন জানাবেন।
ঊল্লখ্য,বাংলা ধারাবাহিক শ্রীময়ীর হিন্দি রিমেক অনুপমা সিরিয়ালে নন্দিনির চরিত্রে অভিনয় করেন আনাঘা।কিছু দিন আগে স্টার প্লাস শো ছেড়েছেন এই অভিনেত্রী।
সূত্র-ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি টুডে নিঊজ ডেস্ক-জ
আপনার মতামত লিখুন :