ছবি-সংগৃহীত
আলি হিরোকি কাওয়নিশি একজন জাপানি শিক্ষাবিদ।জাপানে তার ধর্মীয় শিক্ষার সময় মুসলিম বিশ্বাস সম্পর্কে জানতে পারেন।পরবর্তীতে ইসলাম গ্রহন করেন এই শিক্ষাবিদ।এখন নিজ দেশ জাপানে ইসলাম প্রচারে সহায়তা করতে চান তিনি।
কিয়োটোর দোশিশা বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টান ধর্মতত্ত্ব অধ্যায়ন করেছেন আলি হিরোকি কাওয়ানিশি।তুরুস্কের সরকারি বার্তা সংস্হা আনাদুলো এজেন্সীকে তিনি বলেন,ইসলাম ধর্ম গ্রহনের পর তিনি পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন।
কাওয়ানিশি বলেন,খ্রিষ্টধর্ম অধ্যায়ন করার সময় বিভিন্ন ধর্ম যেমন-ইসলাম ধর্ম ও ইহুদি ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য প্রদানের জন্যে অনুষদে বক্তৃতা দেয়া হয়েছিল।এসব ক্লাসে আমিও অংশগ্রহন করতাম।সেখানে আমি এমন কিছু শিখেছি,যা ইসলাম সম্পর্কে আমার আগের জানা থেকে আলাদা।
এই শিক্ষাবিদ ব্যাখ্যা করেন,তিনি কিভাবে একজন মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।একদিন আমি ঘুম থেকে উঠে ইসলাম গ্রহন করার সিদ্ধান নিয়েছিলাম।
সেদিন বিনা দ্বিধায় আমি মসজিদে গিয়েছিলাম এবং ইসলাম ধর্ম গ্রহন করেছিলাম।তিনি বলেন,প্রকৃত অর্থে,এমন কিছু ঘটে না,যা আল্লাহ চান না।আমি বলতে পারি আমি ইসলামে এসে ধন্য হয়েছি।মুসলিম হওয়ার পর তিনি স্বাস্হকর জীবনযাপন করছেন।
কাওয়ানিশি বলেন,ভবিষ্যতে যদি আমি ইসলাম প্রচারে সহায়তা করে একজনকেও যদি মুসলিম বানাতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে।
সূত্র-আনাদুলো এজেন্সী
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :