[gtranslate]

দেশে চাহিদার তুলনায় কুরবানি পশু বেশী-প্রানি সম্পদ মন্ত্রী


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ২:৩৬ অপরাহ্ণ / ১৭৫
দেশে চাহিদার তুলনায় কুরবানি পশু বেশী-প্রানি সম্পদ মন্ত্রী

ছবি- সংগৃহীত

প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,দেশে কুরাবানি পশু চাহিদার তুলনায় বেশী।তাই এবার পশুর সংকট হবে না॥অর্থাৎ ৯৭ লক্ষ পশুর চাহিদার বিপরীতে ১ কোটি ২১ লক্ষ পশু রয়েছে।

গত বৃহস্পতির প্রানি অধিদপ্তর সম্মেলন কক্ষে এ সংক্রান্তে আন্তমন্ত্রনালয়ের সভায় এ তথ্য জানান।

তিনি বলেন,কুরবানি পশুর হাটে স্বাস্হ্যবিধি অনুসরন করা হবে।কোন অসুস্হ পশুর হাটে বিক্রী করতে দেয়া হবে না।এ ব্যপারে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।কুরবান একটি পবিত্র ইবাদত।রোগাক্রান্ত পশু দিয়ে কুরবানী করা শরীয়তে জায়েজ নাই।তাই এ ব্যপারে সবাইকে  সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিডি টুডে নিঊজে