যশোহর্ বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুলিশ সমাবেশ ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান।
আইজিপি ড বেনজির আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের ঊদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি হিসেবে ঊপস্হিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির(পুনাক)সভাপতি জিসান মির্জা ও খুলনা রেন্জের ডিআইজি ড খন্দকার মহিউদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন,বাংলাদেশ বীরের দেশ।দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যেতে হবে।বাংলাদেশ পুলিশ ক্রীড়ায় বিশাল অবদান রাখছে।জাতীয় পর্যায়ে পুলিশ দল ভাল করছে।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী জিসান মির্জা এবং খুলনা রেন্জের ডিআইজি খন্দকার ড মহিউদ্দিন।অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ হয়।
ছবি-সংগৃহীত
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :