[gtranslate]

দুবাইয়ের রেসিং এ প্রথম স্হান অর্জন বাংলাদেশী অভিকের-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ / ২৩৭
দুবাইয়ের রেসিং এ প্রথম স্হান অর্জন বাংলাদেশী অভিকের-

মোটরস্পোর্টসের আন্তর্জাতিক ইভেন্টে এ সেরা হয়েছেন বাংলাদেশী অভিক আনোয়ার।বাংলাদেশের এটাই  প্রথম রেসার।সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হওয়া এনজিকে পারো কার চ্যাম্পিয়নশীপে ক্যাটাগরি ৮৬ ইভেন্টে প্রথম হয়েছেন তিনি।দেশের ইতিহাসে প্রথম রেলিংসহ টিম এটি।২০২১, সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় গত শনিবার।

চ্যাম্পিয়নশিপে ছয় রাউন্ডে মোট  ১২ টি রেস হয়েছে।সেখানে বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহন করেন।সবাইকে পিছনে ফেলে প্রথম হয়েছে অভিক।দুবাই অটোড্রোম ও ইয়াস মেরিনা এফ ওয়ান ট্যাংকে রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অভিক আনোয়ার এর এ সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও তারই বন্ধু তামিম ইকবাল।তামিম ইকবাল তার পেইজবুক পেইজে লিখেন,অভিককে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।তার এই ব্যতিক্রমধর্মী অর্জন দেশের ভাবমূর্তি বিদেশের নিকট ঊজ্জল করেছে

ছবি- সংগৃহীত