চট্রগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,প্রত্যকটা প্রয়োজনীয় পন্যের দাম এখন হাতের নাগালের বাইরে।গরীবদের নাভিশ্বাস ঊঠেছে,পন্যের দাম শুনে।টিসিবিক পন্যে কিনার ধুম পড়েছে।সারিবদ্ধ লাইন।দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে কিনতে পারছেনা।পন্য।টিসিবিতেও সরবরাহ সংকট এখন প্রকট।নম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারে এখন খাবারের চরম হাহাকার।মধ্যবিত্তরা কি পারছে নীচে নামতে,কি পারছে কারো নিকট হাত পাত্তে।তারা আছে ঊভয় সংকটে।এলাকার সুপাইরা খাবার ঘরে গত কয়েকদিন আগে রুটি পরোটা বিক্রি হতো ৬ টাকায় এখন বিক্রি হচ্ছে ১২ টাকায়।৫ টাকা দামের সিংগারা-চমুচা এখন বাড়িয়ে বিক্রি হচ্ছে ১০ টাকায়।
হোটেলের মালিক জানায়,গত কয়েক মাস দাম বাড়ায়নি.এখন দেয়ালে পিঠ টেকে গেছে দাম না বাড়িতে আর কোন ঊপায় নাই।টিসিবি থেকে সশ্রয়ী মুল্যে পন্য কিনতে সরকারের নিকট আবেদন জানিয়েছেন ভুক্তভুগিরা।
আপনার মতামত লিখুন :