[gtranslate]

দশ লক্ষ লোকের সমাগমের মধ্যে দিয়ে শুরু হয়েছে পবিত্র হজ্বের আনুষ্ঠনিকতা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ৭, ২০২২, ২:৫৬ অপরাহ্ণ / ১৭৮
দশ লক্ষ লোকের সমাগমের মধ্যে দিয়ে শুরু হয়েছে পবিত্র হজ্বের আনুষ্ঠনিকতা-

ছবি – সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে চলতি বছরের হজ্বের আনুষ্ঠনিকতা শুরু হয়েছে।এতে দেশী বিদেশী দশ লাখ মুসলিম অংশ গ্রহন করেছে।মক্কায় কাবা তওয়াফের মাধ্যমে হজ্ব কার্যক্রম শুরু হয়।এটাই মুসলিম বিশ্বের ঐক্যে এবং ভ্রাতৃত্বের প্রতীক।এটি মুসলমানদের একটি আন্তর্জাতিক মহাসম্মেলন।প্রতি বছর হজ্বে ত্রিশ লক্ষাধিক মুসলিমের সমাগম হয়।এবার করোনা জনিত কারনে লোক সমাগম সীমিত রাখা হয়েছে।সৌদি সরকার জানায়,আগামীতে সবকিছু অনুকলে থাকলে পন্জাশ লক্ষাধিক লোক সমাবেত হবে,ইনশাআল্লাহ ।
আরো ঊল্লেখ্য যে,বিশ্বে এটা সুশৃংখলতার নজির এ হজ্ব।।এটা শৃংখলতা ও ধৈর্য্যের  শিক্ষা দেয়।মহান আল্লাহর একত্ববাদের ঘোষনা দেয়।”লা ইলাহা ইল্লাল্লাহ”অর্থাৎ আল্লাহ ব্যতীত কোন ঊপাস্য নাই।আল্লাহু আকবর”অর্থাৎ আল্লাহ এক এবং মহান।তাই আমরা একমাত্র তারই ইবাদত করি।এটাই মূলত হজ্বের শিক্ষা।

তীব্র গরম থেকে বাঁচতে তাঁবু টানিয়েছে।আরব নিঊজ জানায়,সৌদিতে তাপমাত্রা এখন ৪২ ডিগ্রী সেন্টিগ্রেড।

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা