[gtranslate]

দখলদার ইসরাইল বাহিনীর বর্বরতার শিকার ফিলিস্হিন কিশোরীরা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ / ৬০
দখলদার ইসরাইল বাহিনীর বর্বরতার শিকার ফিলিস্হিন কিশোরীরা-

সোমবার জেরুজালেমের বাবুল আমুদ তথা দামিস্ক গেইট এলাকায় অধিকৃত ফিলিস্হানের ১২ বছর বছর বয়সী এক কিশোররীর ঊপর বর্বর নির্যাতন চালিয়েছে দখলদার ইসরাইল বাহিনী।

তিনজন দখলদার ইসরাইলী সৈন্য ঐ কিশোরীর ঊপর এমন বর্ববরতম অত্যাচার চালায় বলে ঘটনার প্রত্যক্ষ্যদর্শীর সূত্রে তুর্কির সংবাদ মাধ্যম আনাদোলা এজেন্সী জানায়।
প্রত্যক্ষ্য্দর্শী জানায়,ইসরালী এক সৈন্য কিশোরীক্ পা দিয়ে চেপে ধরে নিস্তেজ করার চেষ্টা করে এবং তার ঊপর ঊপর্যপরি চড় থাপ্পর মারে।

ইতিমধ্যে সামাজিক গনমাধ্যমে এ সংক্রান্তে একটি ভিডিও ভাইরাল হয়।কিশোরীর বার ঊল্লখ করে তার পরিচয় জানা যায়নি।

শবে মেরাজ উপলক্ষে ফিলিস্হানীরা বাবুল আমুদে জমায়েত হয়েছিল বলে জানা গেছে।এখান থেকে অন্তত বিশজন ফিলিস্হানীকে আটক করেছে ইসরাইলী সৈন্যরা।