ছবি- সংগৃহীত
পাকিস্তান পন্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি মোঘল যুগের মসজিদ”বাদশাহী মসজিদ।”এটি পাকিস্তান ও দক্ষিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ।এবং পৃথিবীর পন্চম বৃহত্তম মসজিদ।
ষষ্ঠ মোঘল সম্রাট আওরঙ্গজেব ১৬৭১ সনে এই মসজিদটির নির্মান করেন।এটির নির্মান কাজ সম্পন্ন হয় ১৬৭৩ সনে।সৌন্দর্য্যের দিক থেকে মসজিদটি মোঘল সাম্রাজ্যের স্মৃতি বহন করে।
এখানে এক সাথে পন্জাশ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারে।দ্বিতলবিশিষ্ট এই মসজিদের ভিতরে ইমামের জন্যে আছে আবাসস্হল এবং রয়েছে একটি লাইব্রেরি।বর্গাকৃতি মসজিদটির প্রতিটি পাশের দৈর্ঘ্য ১৭০ মিটার।বাদশাহী মসজিদের আকৃতি ও নির্মান শৈলীর সাথে দিল্লীর জামে মসজিদের অনেক মিল রয়েছে।
শিখরা ১৭৯৯ খ্রীস্টাব্দে পান্জাবের লাহোর দখলের শাসন ক্ষমতা হাতে নিলে বাদশাহী মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ হয়ে যায়।
১৮৪৯ সনে বৃটিশরা প্রবল যুদ্ধের মাধ্যমে শিখদের নিকট থেকে লাহোর শহর দখল করে নেয়।বৃটিশরা এই মসজিদের স্হপনাকে সেনাঘাটি ও গোলাবারুদ রাখার জন্যে ব্যবহার করে।
ঐ বছর মুসলিমদের তীব্র আন্দোলনের মূখর বৃটিশ ঊপনিবেশবাদী সরকার বাদশাহী মসজিদ মুসলমানদের নামাজ আদায়ের জন্যে ঊমুক্ত করে দেয়।
২০০০ সনে বাদশাহী মসজিদে মূল চত্বরে মর্মর পাথর বসানো হয়।যার ফলে মসজিদের সৌন্দর্য্য বহুগুনে বেড়ে যায়।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :