[gtranslate]

ত্বকে বয়সের ছাপ ও ব্রুন দূর করতে ফিটকিরির ব্যবহার-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১১, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ / ২২৪
ত্বকে বয়সের ছাপ ও ব্রুন দূর  করতে ফিটকিরির ব্যবহার-

আমরা জানি ফিটকিরি শুধু পানি পরিস্কার করার কাজে ব্যবহা হয়ে থাকে।কিন্তু জেনে অবাক হবেন শুধু পানি পরিস্কার করাই নয়,ফিটকিরি রয়েছে আরো অনেক ব্যবহার ও উপকারিতা ।ফিটকিরির ব্যবহার আদিকাল থেকে হয়ে আসছে।

# ফিটকিরির অন্যরকম ব্যবহার-

* পানিতে ফিটকিরি মিশিয়ে কুলকুচি করলে মূখের দুর্গন্ধ ও জীবানু দুর হয়।

* মূখের ভিতর ঘ হয়েছে।কিছুই খেতে পারছেন না।ঘ এর জায়গায় ফিটকিরি লাগান।প্রথমে একটু জ্বালা করবে।কিন্তু ঘা তাড়াতাড়ি শুকোবে।

* তবে ফিটকিরি লাগিয়ে মূখের লালা গিলে ফেলবেন না।

* মূখে বয়সের ছাপ পড়েছে? কোন চিন্তা নাই।রাতে মূখে ফিটকিরি ঘষে ঠান্ডা পানি দিয়ে মূখ ধূয়ে মশ্চলাইজার  লাগিয়ে দিন।

* উকুন তাড়াতে ফিটকিরির গুঁড়ার সাথে পানি মিশিয়ে মাথার তালুতে ম্যাসেজ করুন।তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে ঊকুন দুর হবে।

* পায়ের শিরায় টান পড়লে ফিটকিরির গুঁড়া,হলুদ ও পানি দিয়ে পেষ্ট বানিয়ে নিন।ব্যথা স্হলে লাগান।ব্যথা দূর হবে।

  • এছাড়াও পোকার কামড়েও ফিটকিরি এন্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা যায়।
  • সূত্র- ইন্টারনেট