ছবি-সংগৃহীত
তানজানিয়াকে দুইটি মসজিদ ঊপহার দিয়েছে তুরুস্ক।বিশ্ব মুসলিম ঊম্মাহর সাথে আত্মিক সম্প্রীতি ও সহযোগীতার একটি দৃষ্টান্ত।
গত সোমবার স্হানীয় মুসল্লিদের ঊপস্হিতিতে তুর্কির দাতব্য সংস্হা “হাজার আস সাদকাহ”এর উদ্যেগে মসজিদ দুইটির আনুষ্ঠনিক ঊদ্বোধন সম্পন্ন হয়।
সংস্হার সদস্যরা জানাই,খতিবুগ্লু-১ ও খতিবুগ্লু-২ মসজিদ দুইটি মুসল্লিদের ইবাদতের জন্যে ঊম্মুক্ত করে দেয়া হয়।মসজিদ দুইটি নির্মাণের কারন হিসেবে জানায়,স্হানীয় মুসল্লিরা সহজে ইবাদত করার পাশাপাশি তাদের শিশুরা যেন মসজিদ কেন্দ্রিক শিক্ষা লাভ করতে মসজিদ নির্মাণের এটাই মুল লক্ষ্য।
হাজরে আস সাদকাহর পরিচালক কামাল ঊজদাল বলেন,আফ্রিকায় আমাদের আরো মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে।যারা আমাদের সহযোগীতা করেছে তাদের আমরা কৃতজ্ঞ।
সূত্র-টি আর ডট এজেন্সী
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :