[gtranslate]

তুরস্ক হবে সুপার পাওয়ার-এরদোগান


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২২, ২:৪৮ অপরাহ্ণ / ২৪৪
তুরস্ক হবে সুপার পাওয়ার-এরদোগান

তুরস্ক ২০৫৩ সালের মধ্যে সুপার পাওয়ার হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
তিনি বলেন, তুরস্ক যাতে বিশ্বে একটি সুপার পাওয়ার হিসেবে আত্নপ্রকাশ করতে পারে,সে লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন।মন্ত্রিসভা বৈঠকের পর মংগলবার রাতে আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন এরদোগান।

তিনি বলেন,একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তুরস্ক অগণিত যাচ্ছে।ভৌগলিক দিক থেকে লন্ডন থেকে বেজিং,সাইবেরিয়া থেকে আফ্রিকা সবখানে থাকবে তুরস্কের আধিপত্যে।

এরদোগান আরো বলেন,আমরা আমাদের রেলপথ ১০ হাজার ৯৫৯ কিলোমিটার থেকে বাড়িতে ১৩ হাজার ২২ কিলোমিটার এ ঊন্নীত করেছি।আমাদের লক্ষ্যে হচ্ছে,২০৫৩ সালে তা ২৮ হাজার ৫৯৮ কিলোমিটারে ঊন্নীত করা।।শুধু তাই নয়,এ রেলপথে চলবে উচ্চগতির ট্রেন।তিনি আরো বলেন,বিমান,নৌ ও সড়ক পথ ঊন্নয়নে আমরা কয়েক শ বিলিয়ন ডলার খরচ করেছি।এসব ঊন্নয়নের সিংহভাগ নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।অর্থাৎ বিদেশী ঋন নির্ভরতা আমরা একবারে কমিয়ে এনেছি।এটাই আমাদের সফলতা।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/