কাবুল বিমান বন্দর।ছবি-সংগৃহীত
আফগানিস্তানের তিনটি বিমান বন্দরের পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাত।আমিরাত প্রেসেডেন্টের ঊপদেষ্টা আনোয়ার ঘারঘাশ টুইটারে এই মন্তব্য করেন।এর আগেই তালেবান বিষয়টি নিশ্চিত করেছিলেন।
গত বছরের আগষ্টে তালেবান ক্ষমতা গ্রহনের পর বিমানবন্দর পরিচালনা ও সহায়তার কারিগরি দল পাঠিয়েছ্ল তুরস্ক ও কাতার।ঘারঘাশ বলেন,বিমানবল্দর পরিচালনা ও নিরাপত্তার ব্যাপারে আমিরাতের সক্ষমতার ও সামর্থ্যের বিষয়টি ফুটে উঠেছে।
তালেবান জানিয়েছন,তারা আন্তর্জাতিক বাহিনীর প্রর্ত্যবর্তন চায় না।
সূত্র-মিডল ইষ্ট মনিটর
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :