মহান আল্লাহ বলেন,”আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর তোমাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে।আশা করা যায়,তোমার রব তোমাকে প্রশংসিত অবস্হানে প্রতিষ্ঠিত করবেন।”(সূরা বনী ইসরাঈল-১৭ঃ৭৯)
মুগীরা ইবনে শোবা রাঃ থেকে বর্নিত,তিনি বলেন,একদা নবী করিম সাঃ তাহাজ্জুদ নামাজে এত অধিক দাঁড়ালেন যে,তার দু’পায়ের পাতা ফুলে গেল।তখন বলা হয়,হুযুর কেন আপনি এরুপ করেন?অথচ আল্লাহ তো আপনার অগ্রপশ্চাতের যাবতীয় গোনাহ মাফ করে দিয়েছেন।রাসূল সঃ জবাব দিলেন,”আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাহ হব না?”(সহীহ বুখারি-২/১১৩০)
বিডি টুডে নিঊজ
একটি অনলাইন ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :