[gtranslate]

ঢাকা-টরেন্টো- ঢাকা রুটে বিমানের প্রথম ফ্লাইট চালু-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ৯:০৫ পূর্বাহ্ণ / ২১১
ঢাকা-টরেন্টো- ঢাকা রুটে বিমানের প্রথম ফ্লাইট চালু-

ছবি- সংগৃহীত

ঢাকা- টরেন্টো- ঢাকা রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পরীক্ষণমূলক বানিজ্যিক ভাবে চালু হয়েছে।

প্রথমবারের মত যাত্রা শুরু করা বিমানটির শনিবার রাত ১০ টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৭০ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি  ৩০৫ কানাডার টরেন্টো গিয়ারসন বিমান বন্দরের ঊদ্দেশ্যে ঊড্ডয়ন করে।

ফ্লাইটটি স্হানীয় সময় রবিবার ৭ টায় টরেন্টোতে অবতরনের কথা রয়েছে।অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে পরিচালিত হচ্ছে টরেন্টো ফ্লাইট।

শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্হাপক(জন সংযোগ) তাহের খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয় বহুল প্রতীক্ষিত এ ফ্লাইটের মাধ্যমে বিমানের ইতিহাসে নব দিগন্তের সূচনা হয়।কানাডার সাথে বাংলাদেশের যোগাযোগ সহজ হবে।

এদিকে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে ঢাকা- টরেন্টো- ঢাকা রুটে ফ্লাইটের শুভ ঊদ্ধোধন করেন বেসামরিক ও বিমান পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোং মাহবুব আলী।

এ সময় উপস্হিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপ্রতি ঊায়দুল মোকতাদির চৌং,বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সজ্জাদুল হাসান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোং মোকাম্মেল হোসেনসহ সরকারী পর্যায়ের ঊচ্চ পদস্হ কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

বিডি টুডে নিঊজ ডেস্ক-