[gtranslate]

ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের ১২ নাবিককে জীবিত ঊদ্ধার-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ৯:২২ অপরাহ্ণ / ১৫৯
ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের ১২ নাবিককে জীবিত ঊদ্ধার-

ছবি-সংগৃহীত

বংগোপসাগরে লাইটারেজ জাহাজ ডুবে নিঁখোজ নাবিকদের জীবিত ঊদ্ধার করা হয়েছে।

নৌবাহিনী ও কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে শনিবার(১৬ ই এপ্রিল) বিকাল চারটার দিকে বার জন নাবিককে ঊদ্ধার করেছে।

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান,নাবিকদের ঊদ্ধার করে কোষ্টগার্ড এর জাহাজে নেয়া হয়েছে।জাহাজটি ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিনোংগর থেকে ঢাকায় যাচ্ছিল।

বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/