[gtranslate]

ডায়াবেটিস রোগীদের জন্যে ইনসুলিন ট্যাবলেট!


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২২, ১:৫৪ অপরাহ্ণ / ১২৯
ডায়াবেটিস রোগীদের জন্যে ইনসুলিন ট্যাবলেট!

প্রতীকি ছবি

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ইনজেকশন নিতে হয় নিয়মিত।কিন্তু এবার এই যন্ত্রনা শেষ হতে পারে।শিঘ্রই বাজারে এসেছে ইনসুলিন ট্যাবলেট।কানাডা ইউনিভার্সিটি অব বিট্রিশ কলম্বিয়ার এক দল বিজ্ঞানী এমনটাই দাবী করেন।

তাদের দাবি ইনসুলিন ট্যাবলেট ইতিমধ্যে বানানো শেষ।পরীক্ষাও করা হয়েছে।প্রথমে ট্যাবলেটসহ ইঁদুর এর প্রয়োগ করা হয়েছে।পরে দেখা গেছে,ঔষধের প্রায় ১০০ শতাংশ লিভারে পৌঁছাতেই সজ্ক্ষম।

বিজ্ঞানী দল আরো দাবী করেন,এর আগেও একাধিকবার খাওয়ার ট্যাবলেটের মাধ্যমে ইনসুলিন দেওয়ার চেষ্টা করেছেন।তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে,পাকস্থলি থেক আর বিশেষ শোষিত হয় না ইনসুলিন।তাই কাজ হয় না।

বিজ্ঞানী অনুভব সিংহের নেতৃত্ব আবিষ্কার হওয়া এই গবেষনায় দাবী করা হয়েছে,ইঁদুরের দেহে প্রয়োগ করার পর দেখা গেছে,লিভারে প্রায় ১০০ শতাংশই লিভারে পৌঁছাতেই সক্ষম।