টাকার মান আরো কমলো।ছবি সংগৃহীত
ডলার এর সংকট কাটাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।নানান পদক্ষেপ নিয়েও সংকট কাটিয়ে উঠতে পারছে না।দিন দিন বাড়ছে দাম।অপর দিকে ডলার এর বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা।
সোমবার (৮ আগষ্ট) কেন্দ্রীয় ব্যাংক বানিজ্যিক ব্যাংক গুলোর কাছে ডলার বিক্রী করেছে ৯৫ টাকা দরে।নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর।
রোববার ডলার এর দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা॥অর্থাৎ একদিনের ব্যবধানে ডলার এর বিপরীতে আরো ৩০ পয়সা দর হারিয়েছে টাকা।
অপরদিকে সংকট কাটাতে ব্যাংক গুলোতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।আজ ব্যাংক গুলোতে ১৩৯ মিলিয়ন বা ১৪. কোটি ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৮আগষ্ট) দুপুর থেকে খোলাবাজারে ডলার ১১৪ থেকে ১১৫ টাকায় বিক্রি হতে দেখা যায়।যা এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ দাম।
বাংলাদেশ ব্যাংক ডলার
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :