[gtranslate]

ডঃ মাজিদা আলাজিজা আরব আমিরাতের প্রথম বৈদ্যুতিক গাড়ীর আবিষ্কারক-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ৩০, ২০২২, ৩:০৯ অপরাহ্ণ / ১৩৯
ডঃ মাজিদা আলাজিজা আরব আমিরাতের প্রথম বৈদ্যুতিক গাড়ীর আবিষ্কারক-

ছবি-সংগৃহীত

এম গ্লোরি হোল্ডিং গ্রুপের চেয়ারম্যান ডঃ মাজিদা আলাজিজা মেইড ইন ইউএই প্রথম ইলেক্ট্রিক গাড়ীর কাউন্টডাউন শুরু করেছে।তিনি এই বড় দিনটির জন্যে অত্যন্ত আননন্দিত।

তিনি খালিজ টাইমসকে জানায়,ইলেক্ট্রিক গাড়ীটির নাম আল জামানি। আমরা আশা করছি জুনের শেষের দিকে গাড়ীর প্রথম ব্যাচ চালু হবে।আমরা দুবাই ইন্ডাষ্ট্রিয়াল সিটিতে কারখানা স্হাপন করেছি।

বৈদ্যপতিক গাড়ীটি ১৬০ কিলোমিটারের সর্বোচ্চ গতি স্পর্শ করতে পারে।একবার চার্জে ৪০৫ কিলোমিটারের বেশী পথ চলতে পারবে।

বিডি টুডে নিঊজ