[gtranslate]

টুঙ্গিপাড়ায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ / ৩৮৬
টুঙ্গিপাড়ায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জঃ জেলার টুঙ্গিপাড়ায় ১৫০ পিচ ইয়াবাসহ মো: মুরাদ হোসেন শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টিম পাটগাতি চৌরঙ্গী টোল প্লাজার নিকট হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মুরাদ  শেখকে  (২১) আটক করে। গ্রেফতারকৃত মো: মুরাদ শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মচন্দপুর গ্রামের মৃত আব্দুর রব শেখ এর ছেলে।

মোঃ মুরাদ হোসেন শেখ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃত এর  বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।