[gtranslate]

ঝড়ো হাওয়াসহ হঠাৎ শিলা বৃষ্টি,ক্ষয়ক্ষতির শংকা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২১, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ / ৬৩
ঝড়ো হাওয়াসহ হঠাৎ শিলা বৃষ্টি,ক্ষয়ক্ষতির শংকা-

রোববার ঠাকুরগাঁও এ হঠাৎ ঝড়ে হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়।ফাল্গুনের এ শিলা বৃষ্টিত বসত বাড়ি সহ ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তবে তাৎক্ষনিকভাবে এই ক্ষতির পরিমান জানা যায়নি।

ঠাকুরগাঁও উপজেলাসহ জেলার বেশ কিছু এলাকায় মাঝারি শিলা বৃষ্টি হয়েছ।রোববার সাড়ে চারটায় হঠাৎ এ শিলাবৃষ্টি শুরু হয়।দশ মিনিটের এই শিলা বৃষ্টিতে তেমন বড় ধরনের ক্ষত ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে খেটে খাওয়া মানুষের কিছুটা হলেও দূর্ভোগ এর শিকার হয়েছে।

শিলা বৃষ্টির ফলে ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা।দমকা হাওয়া ও শিলা বৃষ্টির ফলে সাধারন মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যহত হয়েছে।

ঠাকুরগাও ঊপজেলা কৃষি অফিসার কৃষ রায় বলেন,কোথাও কোন তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।