[gtranslate]

জেরুজালেমে ক্রমাগত ভাবে কমছে খ্রিষ্টানদের সংখ্যা


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ১১:৩৩ অপরাহ্ণ / ২০৫
জেরুজালেমে ক্রমাগত ভাবে কমছে খ্রিষ্টানদের সংখ্যা

জেরুজালেম চার্চে খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান।ছবি- সংগৃহীত

প্রতি বছর জেরুজালেমে খ্রীষ্টানদের সংখ্যা কমে যাচ্ছে বলে জানিয়েছেন এতদ অন্চলের এক চার্চের নেতা।খবর আনাদোলু এজেন্সী।

ক্যাথলিক খ্রীষ্টান চার্চের প্রধানদের মূখপাত্র ওয়াদিহ আবু নাসার বলেন,১৯২২ সালে জেরুজালেমে খ্রীষ্টানদের সংখ্যা ছিল ২৫% ॥কিন্তু বর্তমানে তা এক শতাংশেরও কমে।

ওয়াদিহ আবু নাসের বলেন,জেরুজালেমে খ্রীষ্টানদের সংখ্যা দশ হাজারও কম।নানান কারনে জেরুজালেমে খ্রীষ্টানদের সংখ্যা কমছে।রাজনৈতিক এবং অর্থনৈতিক কারনও আছে।

এখ্রীষ্টান চার্চ নেতা বলেন,রাজনৈতিক অচলাবস্থার কারনেও খ্রীষ্টানদের সংখ্যা কমছে।

ওয়াদিহ আবু নাসার আরো বলেন,ঊগ্রবাদী ইসরাইলি খ্রীষ্টানরা ফিলিস্হানি মুসলিমদের ঊপর হামলা চালাচ্ছেন।ফিলিস্হানিদের তাড়িয়ে দিয়ে তাদের জমি দখল করে বাড়ী বানাচ্ছে ইহুদীরা।ইসরাইলি ইহুদীরা শুধু মুসলিমদের পবিত্র স্হান ধ্বংস করেনি তারা খ্রীষ্টানদের পবিত্র স্হাগুলোও দখল করার চেষ্টা করছে।

সূত্র- মিডল ইষ্ট মনিটর

বিডি নিঊজ ডেস্ক-