জুমার দিন শ্রেষ্ঠ দিন।এ দিনে অন্যতম আমল হচ্ছে চুপ করে ইমামের খুতবা শোনা।এ ক্ষেত্রে ইসলামের দৃষ্টি ভঙ্গি হলো,জুমার খুতবা শোনা এবং ঐ সময় চুপ থাকা ওয়াজিব।এমনকি এ সময় নামাজ,জিকির ও তেলোয়াত পর্যন্ত নিষিদ্ধ(তাহিয়্যুতুল মসজিদ এর নামাজ ব্যতীত)-আল্লাহ তায়ালা ইরশাদ করেন,”যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাকো,যাতে তোমাদের প্রতি রহমত হয়।(সূরা আরাফ-২০৪)
হযরত আবু হুরায়রা থেকে বর্নিত,রাসূল সাঃ বলেন,”যে ব্যাক্তি ঊত্তমরুপে ঊযু করল অতপর জুমায় এসে চুপ করে মনোযোগ সহকারে খুতবা শুনলো,তার পরবর্তী জুমা পর্যন্ত এবং আরো তিন দিনের গুনাহ গুলো মাফ করে দেওয়া হবে।আর যে কংকর স্পর্শ করল সে অনর্থক কাজ করলো।”সহীহ মুসলিম-৮৫৭)
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :