ছবি-সংগৃহীত
মহাকাশ নিয়ে কৌতুহলের শেষ নাই।শেষ নাই অধ্যাবসায়েরও।নিরন্তন নানা আবিষ্কার এর সূত্রে নতুন করে আমাদের নিকট খুলে যাচ্ছে মহাকাশের পরত।খুলে যাচ্ছে রহস্যের নতুন জানালা।
নাম তার পেগাসাস ভি।মহাকাশ বিজ্ঞানীরা এর খোঁজ পেয়েছেন।এক ধরনের বামন গ্যালাক্সি এটি।এতে হাইড্রোজেন বা হিলিয়ামের চেয়ে ভারী পদার্থ আর নাই।এসব লক্ষন দেখে বিজ্ঞানীদের বিশ্বাস হয়েছে,এটি নিশ্চিত কোন প্রাচীন গ্যালাক্সির অবশেষ,মরা ছায়াপথ।এটি আসলে জীবাশ্ম – ছায়াপথ।যা মহাকাশ বিজ্ঞানে নতুন এক ধরনের আবিষ্কার বলেই আলোচিত হচ্ছে।
যে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছে তাদের প্রধান এমিলি চালর্স বলেন,এ ধরনের মরা ছায়াপথ নিয়ে কাজ করা নিয়ে বড় অসুবিধা হল এগুলোর মধ্যে ঊজ্জল নক্ষত্র প্রায়ই নাই।ফলে তাদের চেনা তাদের নিয়ে কাজ করা দুরহ ব্যাপার ।এসব ছায়াপথের “স্টেলার পুপুলেশন খুবই প্রচীন।
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক অনলাইন পত্রিকা
আপনার মতামত লিখুন :