জিহাদ সম্পর্কে আল্লাহ বলেন,”তোমাদের জন্যে যুদ্ধের বিধান দেয়া হলো।যদিও এটি তোমাদের নিকট অপছন্দ।কিন্তু তোমরা যা পছন্দ করো না ,সম্ভবত তা তোমাদের জন্যে কল্যানকর এবং তোমরা যা পছন্দ কর সম্ভবত তা তোমাদের জন্যে অকল্যাণকর ।আল্লাহ জানেন,তোমরা তা জান না।”(সূরা বাকারাহ-২১৬)
আবু হুরায়রা রাঃ থেকে বর্নিত,তিনি বলেন,রাসূল সাঃ বলেন,যে কোন ক্ষত আল্লাহর রাস্তায় পৌছে,শেষ বিচার দিবসে ক্ষতিগ্রস্ত মুজাহিদ এমন অবস্হায় আসবে যে,তার ক্ষত থেকে রক্ত ঝরবে।রক্তের রং তো (রাহাত)রক্তের মতো হবে কিন্তু তার গন্ধ হবে কস্তুরির মতো।”(সহীহ বুখারি-৫৫৩৩)
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :