[gtranslate]

জিইসি থেকে একে খান রোড়ে যান চলাচলে সিএমপির নির্দেশনা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ১৩, ২০২২, ১:৪৬ অপরাহ্ণ / ১৭৫
জিইসি থেকে একে খান রোড়ে যান চলাচলে সিএমপির নির্দেশনা-

নিঊজ রিপোর্টার-

নগরীর খুলসি থানাধীন জাকির হোসেন রোড়ে ঝাউতলা ও রেলক্রসিং সংলগ্ন এলাকায় চসিকের কালভার্ট নির্মান প্রকল্পের কাজ শুরু হওয়ার কারনে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জিইসি মোড় থেকে একে খান রোড়ে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম পুলিশ কমিশনার(সিএমপি)

গতকাল সিএমপি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,কালভার্ট নির্মান প্রকল্পের কাজ চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থ সকল প্রকার যানবাহন নিয়ন্ত্রন বা চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়,একে খান থেকে জিইসিমূখী সকল প্রকার যানবাহন সমূহ আকবর শাহ মোড় ,পান্জাবী লেইন,ওয়ালেস মোড়,(মুরগীর ফার্ম)হয়ে আমবাগান ,টাইগার পাস রোড় ব্যবহার করবে।

জিইসি থেকে একে খান মূখী ভারী যানবাহন সমূহ(বাস,ট্রাক ও কভার্টভ্যান ইত্যাদি)টাইগার পাস ,আমবাগান রোড় ব্যবহার করে চলাচল করবে।জিইসি থেকে একেখান মূখী রোড়ে কেবলমাত্র হাল্কা যান সমূহ জরুরী প্রয়োজনে একমুখী চলাচল করতে পারবে।

বিডি টুডে নিঊজ

চট্টগ্রাম থেকে প্রকাশিত/