গত সপ্তাহের বুধবার সন্ধ্যায় আটলান্টিক সাগরের মাঝখানে আজোরেস বন্দরের নিকট ফেলিসিটি এস জাহাজে আগুন ধরে যায়।এক ইন্স্যুরেন্স হিসেবে দেখা গেছে,জাহাজটিতে পোরসে,ওডি,রেন্টলে এবং ল্যাম্বরগিনির মত বিলাস বহুল গাড়ী ছিল।এ পরিবহন জাহাজটিতে প্রায় সাড়ে চার হাজার মত গাড়ী ছিল।জাহাজের কর্মীদের সরিয়ে নেয়া সম্ভব হলেও পরে কয়েকদিন ধরে আগুন জ্বলতে থাকে।গাড়িতে থাকা ইলেক্ট্রিক গাড়ীর লিথিয়াম আয়োন ব্যাটারি আগুন জ্বলতে সহায়তা করে।
একটি গ্রুপ অব কোন্পানীর ইন্স্যুরেন্স বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছে,জাহাজটিতে প্রায় ৪৩ কোটি ৮১ ডলার এর পন্য ছিল।প্রতিষ্ঠানটির ব্যবস্হাপনা পরিচালক জানান,এই ঘটনায় ভক্সওয়াগেন্ প্রায় ১৫ কোটি ডলার ক্ষতি হয়।কেননা বিলাসবহুল সব গাড়ী ভোক্সওয়াগনের মালিকানায় ছিল।
পরিচালনাকারীর কোম্পানীর এমওএল শিপ ম্যানেজম্যান্ড(সিংগাপুর) জানিয়েছেন,জাহাজটিত্ এখনো আগুন জ্বলছে।ঘটনাস্হলে অগ্নিনির্বাপনকারী জাহাজ পৌছানোর কথা আছে।
আপনার মতামত লিখুন :