[gtranslate]

জার্মান তরুনীর ইসলাম ধর্ম গ্রহন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ১২:১০ অপরাহ্ণ / ২৩১
জার্মান তরুনীর ইসলাম ধর্ম গ্রহন-

ছবি-সংগৃহীত

ইসলাম গ্রহন করেছে জার্মান তরুনী সিডলের ফ্যাবিয়ান(২৭)।তুরস্কের কায়সেরির দারুল ইফতায় তিনি আনুষ্ঠানিক ভাবে ইসলামে প্রবেশ করেন।

তুর্কী সংবাদমাধ্যম টিআর জানায়,মুসলিম যুবককে বিয়ের পর স্বামী ও পরিবারের লোকজনের আচরনে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন ফযাবিয়ান।

শুধু তাই নয়,ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে তিনি তার নাম পরিবর্তন করে রেখেছেন আলিফ।আরবির প্রথম হরফ আলিফ।
আলিফের স্বামী জার্মানের বিক্রয় পরামর্শক হিসেবে কাজ করতেন।আলিফের সাথে সেখানে পরিচয়।তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়।

নিজের ইসলাম গ্রহনের নামে আলিফ জানান,ইসলামকে ধর্ম হিসেবে ব্যবহার করে তিনি ভাগ্যবতী।তিনি বলেন,আমার মনে হচ্ছে আমি নতুন ভাবে জন্মলাভ করেছি।এখন আমি জীবনের সবচেয়ে সুন্দর মূহুর্ত অতিবাহিত করছি।
আলিফের শ্বাশুড়ী বলেন,আমার পুত্রবধু ইসলামে প্রবেশ করেছে।এর কারন হল,ইসলাম তাকে প্রশান্তি দিয়েছে।তার ইসলাম গ্রহনে কোন প্রকার জোরদবরদস্হি করা হয়নি।

ইসলাম গ্রহনের পর কাইসেরির মুফতি শায়খ ইউছুফ আকস আলিফকে একটি কোরানের প্রতিলিপি ঊপহার দেন।একই সাথে আরো কিছু ধর্মীয় বই ঊপহার দেন।যেগুলো জার্মান ভাষায় অনূদিত।

সূত্র-আরটি
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/