[gtranslate]

জামালপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে-সভাপতি বিএনপির,সাধারন সম্পাদক আওয়ামিলীগের-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ণ / ৫৯
জামালপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে-সভাপতি বিএনপির,সাধারন সম্পাদক আওয়ামিলীগের-

জামালপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন গত রোববার সমিতির জেলা মিলায়তন ভবনে অনুঁষ্ঠিত হয়।সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে।নির্বাচনে ১৫ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও এডিটর পদে মোট দুজন আর সাধারন সম্পাদকসহ মোট ১৩ টি পদে আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়।

মাত্র একটি ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্যানেল থেকে মনোনীত সভাপতি পদে এ্যাড মো গোলাম নবী এবং অডিটর পদে বিজয়ী হয়েছেন এ্যাড রিশাদ রেজোয়ান বাবু।

আওয়ামিলীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন,সাধারন সম্পাদক পদে এ্যাড মো ইসমত পাশাসহ মোট তেরটি পদে বিজয়ী হন।