[gtranslate]

জনপ্রিয় গায়িকা আহলাম আল শামসির আচরনে মুগ্ধ,গৃহপরিচারিকার ইসলাম গ্রহন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ / ১০২
জনপ্রিয় গায়িকা আহলাম আল শামসির আচরনে মুগ্ধ,গৃহপরিচারিকার ইসলাম গ্রহন-

সংযুক্ত আরব আমিরাত এর জনপ্রিয় গায়িকা আহলাম আল শামসি।তার বাসায় অনেক দিন ধরে “কারিস” নামে একজন মহিলা গৃহপরিচালিকার কাজ করতো।গায়িকা আহলাম আল শামসির আচরনে,আদর ও ভালবাসায় মুগ্ধ হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং কারিস ইসলাম  ধর্ম গ্রহন করেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী সংবাদ মাধ্যম “ইমারত আল ইয়ুম”তথ্যটি নিশ্চিত করে।

পত্রিকাটি জানায়,কারিস নামের ঐ মহিলাকে নিয়ে গায়িকা আহলাম নিজেই ওমরা হজ্ব পালন করেন।ওমরা আদায়ের পর ঐ গৃহপরিচারিকা কারিস ইসলাম গ্রহনের বিষয়টি টুইটারে একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানান।

ভিডিওতে দেখা যায়,গায়িকা আহলাম নিজেই গৃহপরিচারিকা কারিসকে কালিমা শাহাদাত পাঠ করাচ্ছে।ইসলাম গ্রহনের পর গৃহপরিচারিকার এটিই প্রথম ওমরা পালন।

সূত্র-ইমারত আল ইউয়ুম-