[gtranslate]

জংগল সলিমপুরে জেলা প্রশাসনের অভিযান,৩৮ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা-


ষ্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ / ১৬৭
জংগল সলিমপুরে জেলা প্রশাসনের অভিযান,৩৮ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা-

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুন্ডে জংগল সলিমপুর ও আলী নগরে প্রবেশে মূখে কড়াকড়ি শুরু করেছে প্রশাসন।সেখানে চলছে প্রশাসনের লাগাতার অভিযান।

বৃস্প্রতিবার(২৫ আগষ্ট) সকাল থেকে অভিযান চালিয়ে দুপুর পর্যন্ত ৩৮ টি যানযাহনকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসনের ভ্রাম্যমান আদালত।ইতিমধ্যে সলিমপুর এলাকায় সিসিটিভি লাগানো হয়েছে।ঐ দিন রাতে ম্যাজিষ্ট্রেডের নেতৃত্ব আইন শৃংখলা বাহিনী অভিযান শুরু করে।

এসময় কয়েকশ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়।সলিমপুর যাওয়ার উদ্দেশ্য কি?বহিরাগত  ও সন্দেহভাজনদের প্রবেশে বাঁধা দেওয়া হয়।

এখানে সকাল বিকাল পালা করে অভিযান চালানো হয়।এখন থেকে পুরো সলিমপুর এলাকা আইন শৃংখলা বাহিনীর নজরদারিতে থাকবে।

বিডি টুডে নিঊজ