ছবি- সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ঊপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,২০ দলীয় অন্যতম শীর্ষ নেতা ও এলডিপির প্রসিডেন্ট ডঃ কর্নেল(অব)অলি আহম্মদ বীর বিক্রম ।খবর বাংলালনিঊজ।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়ে তিনি বলেন।ন্যায্য দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঊপর ছাত্রলীগের হামলার ঘটনায় তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতির নিকট প্রমান করেছে।ছাত্রলীগ এখন সাধারন ছাত্রদের সংগঠন নয়,এটি একটি সন্ত্রাসী ও মূর্খের সংগঠনে পরিনত হয়েছে।হামলার সময় সন্ত্রাসীরা চাপাতি ও দেশীয় অস্ত্র ব্যবহার করেছে।অবিলম্বে এসব নামধারী সন্ত্রাসী ছাত্রদেরকে বিচারের আওতায় আনার জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন তার জন্যে দায়ী থাকবে।আশা করি,এ ব্যপারে কর্তৃপক্ষ সচ্চতার ও জবাবদিহিতার পরিচয় দিবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন সংঘটিত বিষয়ের ব্যাপারে অত্যন্ত আন্তরিক বলে সংবাদ মাধ্যমকে জানায়।শীঘ্রই অপরাধীদের বিচার এর আওতায় আনা হবে।
ডঃ অলি আহমদ আরো বলেন,সরকার সন্ত্রাস দমনের কথা বললেও,আসলে তারা সন্ত্রাসী পালনে ব্যস্ত।দেশে এখন আলেম-ওলামেদের সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে।এব্যপারে জনগনকে সতর্ক থাকার আহবান জানান।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :