ইউক্রেনের প্রসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বৃহস্প্রতিবার জানান,রুশ সৈন্যরা এক অর্থহীন হামলার মাধ্যমে চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেয়।পোদোলিয়াক বলেন,এটা বলা সম্ভব নয় যে,চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রটি আর নিরাপদ কিনা।এটি ইউরোপের জন্যে গুরুত্বর হুমকি।
ইঊক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেন,রুশ বাহিনী চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র দখলের চেষ্টা করছে॥
অপরদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রনালয় টুইট বার্তায় জানান,চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার আক্রমন আরেকটি পরিবেশগত বিপর্যয়ের কারন হতে পারে।
১৯৮৬ সালের এপ্রিলে এ বিদ্যুৎ কেন্দ্রে এক বিস্ফোরণ হয়।বিস্ফোরনে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা এ অন্চলের বাসিন্দাদের মাঝে বিভিন্ন রোগ বিধি ছড়িয়ে পড়ে এবং মৃত্যুহারও বেড়ে যায়।
ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেক বলা হচ্ছে,তারা রাশিয়ার প্রায় ৫০ জন সৈন্যকে হত্যা করেছে।অপরদিকে সংঘর্ষে ইউক্রেনের প্রায় ১০ জন বেসামরিক নাগরিক এবং ৪০ জন সৈন্য নিহত হয়েছে।
অপর দিকে ক্রিয়েভের নিকট এক বিমানঘাটি দখল করে নিয়েছে রাশিয়া।এই বিমানঘাটি বর্তমানে রুশ সৈন্যদের ইঊক্রেন অবতরনের কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।
সূত্র- সিএনএন
আপনার মতামত লিখুন :