[gtranslate]

চুয়েট,কুয়েট ও রুয়েট এ গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শুরু–


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ / ১৫৫
চুয়েট,কুয়েট ও রুয়েট এ গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শুরু–

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ইন্জিনিয়ারিং কলেজ।পরবর্তীতে ১৯৮৬ সালে  এটি বিআইটি চট্টগ্রাম করা হয়।২০০৩ সালে বিইটিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নামকরন করা হয়।

চুয়েটের আয়তন দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় (১৭৩ একর) ।যা নতুন দুইটি বিভাগ(মেটারিয়লস সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং এবং বায়েমেডিকেল ইন্জিনিয়ারিং)সহ মোট ১২ বার টি বিভাগ নিয়ে গঠিত।

শিক্ষার্থী মাসকুব মাহবুব তাহমিদ বিডি টুডে নিঊজকে জানায়,চুয়েটে এবার আগের বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশী।এখানকার পরিবেশ খুবই ভাল।খুবই সুন্দর।প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূম।আলহামদুলিল্লাহ, প্রস্তুতি ভাল।বাকীটা আল্লাহ ভরসা।সবার দোআ কামনা করছি।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭০০০ এরও অধিক।তৎমধ্যে চুয়েটে অংশগ্রহন করেছে প্রায় ১০০০০ হাজার এর মত।বর্তমানে চুয়েটে ছেলেদের জন্যে ৫ টি আর মেয়েদের জন্যে ২ ট হল বরাদ্ধ আছে।

 বিডি টুডে নিঊজ

চুয়েট ক্যারিয়ার ক্লাব,চুয়েট

চট্টগ্রাম