[gtranslate]

চট্রগ্রামে পাঁচ শিল্পপতি দেশত্যাগে নিষেধাজ্ঞা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ / ১৫৫
চট্রগ্রামে পাঁচ শিল্পপতি দেশত্যাগে নিষেধাজ্ঞা-

ছবি-সংগৃীত

ঋণখেলাপির দায়ে চট্টগ্রামের পাঁচ শিল্পপতিকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।গতকাল রোববার(১১ সেপ্টেম্বর) বিকেলে অর্থঋণ আদালত চট্টগ্রামের আদালত মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

সোমবার(১২ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদ মাধ্যমকে আদালতে নিশ্চিত করেছে আদালতের বেন্চ সহকারি রেজাউল করিম।

যে পাঁচ শিল্পপতি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন চট্টগ্রাম ভিত্তিক হাবীব গ্রুপের অংগ প্রতিষ্ঠান রিজেন্ট মিলস লিমিটেডের ইয়াকুব আলী,পরিচালক সালমান হাবীব,ইয়াসিন আলী,মাসরুর হাবীব ও তানবীর হাবীব।

আদালত সূত্রে জানা যায়,আইডি এলসি ফিন্যান্স লিমিটেড এর করা ৪২ কোটি টাকার ঋণখেলাপি মামলায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ এর চেয়ারম্যান পরিচালকসহ পাঁচ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।তাদের বিরোদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চট্ট্গ্রাম মেট্রো আদালতের ষষ্ঠ আদালত ম্যাজিষ্ট্যাট মেহনাজ রহমান।

বিডি টুডে নিঊজ