নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামে শাহ আমানত সড়ক সংলগ্ন,কল্পলোক আবাসিক এলাকায় যাত্রা শুরু করল, স্পিডি কার ওয়াস এন্ড সার্ভিসিং সেন্টার”।
আজ শুক্রবার(১ জুলাই) এই সাভিসিং সেন্টারের শুভ ঊদ্বোধন করা হয়।ঊদ্বোধন ঊপলক্ষে এক দুআ মাহফিলের আয়োজন করা হয়।প্রতিষ্ঠানটির মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম ঊপস্হিত অতিথিবৃন্দদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন।তিনি বলেন,অদূর ভবিষ্যতে সেবার পরিসর আরো বৃদ্ধি করা হবে।তিনি ঊদ্বোধন ঊপলক্ষে এই মাসব্যাপি ২০% ছাড়ের ঘোষনা দিয়েছেন।এটি ডিন্স গ্রুপের একটি অংগ প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের ঊদ্বোধন করেন বিডি টুডে নিঊজ”এর নির্বাহী সম্পাদক ও ব্যাংকার মাহাবুবুল আলম মুন্না।এতে ঊপস্হিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল নবী খান ঊপস্হিত ছিলেন।অন্যান্যের মাঝে ঊপস্হিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান ঊল্লাহ চৌং এবং ডিন্স গ্রুপের ম্যানেজার (একাউন্টস)সাইফুল ইসলাম চৌং ,এ্যাড. জাহাংগীর আলম ও আব্দুল লতিফ প্রমূখ।
বিডি টুডে নিঊজ
একটি অনলাইন ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :