[gtranslate]

চট্টগ্রামে কতিপয় ডাক্তারের রোগী দেখা নিয়ে দূর্ভোগ চরমে-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২২, ১২:০০ অপরাহ্ণ / ২৩৭
চট্টগ্রামে কতিপয়  ডাক্তারের রোগী দেখা নিয়ে দূর্ভোগ চরমে-

ডাক্তারের চেম্বারে অপেক্ষামান রোগীর ছবি-

ডাঃ হাসানুংজ্জামান রোগী দেখেন চট্টগ্রামে ওয়ার্ড নেজাম রোডস্হ একটি  প্রাইভেট হসপিটালে।চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ডাঃ হাসানুজ্জান,এফসিপিএস,এমডি(নিউরোলোজি)।রাত আড়াইটার সময় দেখা গেছে তার চেম্বার এর সামনে দশ থেকে বার জন মুমুর্সু রোগী বসে আছেন।এ সব রোগীর সাথে কথা বলে জানা যায় ,তারা কয়েক ঘন্টা ধরে ডাক্তার এর সাক্ষাতের অপেক্ষায় আছেন।তাদের অবস্হা বেহাল।সুস্হ হওয়ার জন্যে ডাক্তারের নিকট এসে তারা আরো বেশী অসুস্হ হয়ে পড়েছে।

যারা রিপোর্ট দেখাবেন তারা রাত ৯ টা থেকে চেম্বারে অপেক্ষামান।তাদেরকে সময় দেওয়া আছে নয়টা।কিন্তু ডাক্তার আসে রাত সাড়ে এগারটায়।এ অবস্হায় অনেক সুস্হ রোগীও অসুস্হ হয়ে পড়ে।

গ্রামের অনেক প্রত্যন্ত অন্চল থেকে আসা রোগীরা বিডি টুডে নিঊজ কে জানায়,ডাঃ হাসানুজ্জামানের সিরিয়াল পাওয়াও অনেক কষ্টকর।সকাল আটটা থেকে নয়টার মধ্যে একটা নির্ধারিত নম্বরে ফোন করে সিরিয়াল নিতে হয়।কিন্ত এই ফোন নম্বরটি ১০-১৫, মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়।অনেকে এই অনিয়ম থেকে বেরিয়ে আসা প্রয়োজন মনে করছে।এটা একজন মানবিক ডাক্তারে অমানবিক কাহিনী।

ডাঃ হাসানুজ্জামান চট্টগ্রামের পলি হাসপতালে রোগী দেখেন।অনেক রোগী এসব যন্ত্রনা থেকে রেহাই পাওয়ার জন্যে আরো বেশী টাকা খরচ করে পলি হাসপাতাল এর আউট ডোর এ ভর্তি হন।এখানেও তিনি যথা সময়ে আসেন না বলে ভুক্তভোগীরা জানায়।হাসপাতালে গেলে তিনি তিন হাজার টাকা ফিস নেন।হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে আরো এক থেকে দেড় হাজার টাকা।এভাবে একজন রোগীকে সাড়ে চার হাজার টাকার খরচ গুনতে হয়।

ডাঃ শিউলী মজুমদার এফসিপিএস,এমডি(নিঊরোলজি)সহযোগী অধ্যাপক ,চট্টগ্রাম মেডিকেল কলেজ।তিনিও একই পদ্ধতি অনুসরন করেন।

অধ্যাপক ডাঃ এম এ হাসান,এফসিপিএস ,এমডি(মেডিসিন),বিভাগীয় প্রধান ,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।তার সিরিয়াল নিতেও অনেক দূর্ভোগ পোহাতে হয়। তিনিও সকাল আটটায় সিরিয়াল দেন।১০ মিনিটের মধ্যে ঐ ফোন নম্বরটি বন্ধ হয়ে যায়।যার প্রেক্ষিতে চেম্বারে গিয়ে আর রোগী দেখা সম্ভব হয় না।

এখানে ঊল্লেখ্য ,রোগীদে এভাবে কষ্ট দিয়ে সেবা দেওয়া যায় না।ডাক্তারি কিন্ত একটি সেবা ধর্মী পেশা হলেও এসব কর্ম কান্ড কিন্ত অমানবিক।যার প্রেক্ষিতে আমাদের দেশের অনেক লোক চিকিৎসা নেওয়ার জন্যে বিদেশে চলে যায়।অনেক ডাক্তারে কে দেখা যায়,রোগীদের সাথে দূর্ব্যবহার করতে।এসবও কিন্ত ডাক্তারি পেশার সাথে যায় না।এসব বিষয়ে ডাক্তারদের চিন্তা করা এখন সময়ের দাবী।

বিডি টুডে নিঊজ

ডাক্তার চেম্বার,চট্টগ্রাম-